আর্ন্তজাতিক ডেস্ক :
বিশ্বব্যাপী তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের অনুপ্রেরণার অন্যতম প্ল্যাটফর্ম ফোর্বস তাদের ১৫তম বার্ষিক ‘৩০ আন্ডার ৩০ – ক্লাস অব ২০২৬’ তালিকা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত এই তালিকায় উত্তর আমেরিকা অঞ্চলের ২০টি ভিন্ন ক্যাটাগরিতে ৩০ বছরের নিচে বয়সী মোট ৬০০ তরুণ-তরুণী স্থান পেয়েছেন।
তাদের কেউ প্রযুক্তি ও ব্যবসায় বিপ্লব ঘটাচ্ছেন, কেউবা নতুন প্ল্যাটফর্ম তৈরি করে বদলে দিচ্ছেন মিডিয়া, ফাইন্যান্স বা শিল্পক্ষেত্র—প্রত্যেকেই ভবিষ্যতের সমাজ ও অর্থনীতির চালিকাশক্তি হিসেবে বিবেচিত। ২০২৬ সালের তালিকায় বিশেষ গুরুত্ব পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভেঞ্চার ক্যাপিটাল, ফাইন্যান্স এবং সামাজিক প্রভাবের মতো ক্ষেত্র। তালিকায় থাকা অধিকাংশই নিজেদের কোম্পানির প্রতিষ্ঠাতা বা সহ-প্রতিষ্ঠাতা, যারা ইতিমধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলছেন।
বিভাগগুলোর মধ্যে যেগুলো বেশি আলোচনায়
কৃত্রিম বুদ্ধিমত্তা: নতুন এআই মডেল, মেশিন লার্নিং ও সাইবার নিরাপত্তা সমাধানে উদ্ভাবন আনছেন যারা। মিডিয়া: পডকাস্ট, ডিজিটাল কনটেন্ট ও নতুন মিডিয়া প্ল্যাটফর্ম নির্মাতারা। ফাইন্যান্স: ট্রেডিং, ভেঞ্চার ইনভেস্টমেন্ট ও ফিনটেক উদ্ভাবনকারীরা। ম্যানুফ্যাকচারিং ও ইন্ডাস্ট্রি: প্রযুক্তি ব্যবহার করে শিল্পে নবায়ন আনা উদ্যোক্তারা।
তালিকার উল্লেখযোগ্য কয়েকজন
ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ – ২০২৬’ তালিকায় যাদের নাম বিশেষভাবে নজর কেড়েছে— এআই বিভাগ: ডেলভ-এর সহ–প্রতিষ্ঠাতা করুণ কৌশিক; ফারসাইটের সহ–প্রতিষ্ঠাতা সমীর দত্ত ও কুনাল টাংরি।
মিডিয়া বিভাগ: এনজয় বাস্কেটবলের সহ–প্রতিষ্ঠাতা কেনট্রেল বিচাম; লেখক বেল বান্টা; রিচ লিটল ব্রোকগার্লস-এর প্রতিষ্ঠাতা কিম্বারলি বিজু; ভিডিও প্রযোজক অড্রে ব্ল্যাকমোর। ফাইন্যান্স: কোবাল্ট ল্যাবসের সহ–প্রতিষ্ঠাতা আশি আগ্রেওয়াল এবং কল্যাণী রামাদুর্গম; সিটাডেলের ট্রেডার আর্কিন গুপ্ত। উদ্যোক্তা ও ক্রিয়েটর ক্যাটাগরি: ক্রেয়া-এর সহ–প্রতিষ্ঠাতা ভিক্টর পেরেজ ও ডিয়েগো রদ্রিগেজ প্রাডো; বিউটি ক্রিয়েটর মনিকা রভিচন্দ্রন। তরুণদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও ব্যবসায়িক প্রভাবের মূল্যায়নেই ফোর্বসের এই বার্ষিক তালিকা তৈরি করা হয়—যা ভবিষ্যতের নেতাদের বিশ্বমঞ্চে তুলে ধরার একটি প্রভাবশালী সূচক হিসেবে বিবেচিত।