January 9, 2026, 10:31 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ফিলিস্তিনিরা গাজা ছাড়ার জন্য খোলা হবে মিসর সীমান্তবর্তী রাফা ক্রসিং

আর্ন্তজাতিক ডেস্ক :

ফিলিস্তিনিদের গাজা ছাড়ার জন্য মিসর সীমান্তবর্তী রাফা ক্রসিং শিগগিরই খুলে দেবে ইসরায়েল। ২০২৩ সালে হামাস ও ইসরায়েলের সংঘর্ষের কয়েক মাস পর এই ক্রসিং নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি সেনারা। এর আগে গাজার নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং মানুষ এই ক্রসিংয়ের মাধ্যমে মিসরে যেতেন। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ক্রসিং খোলা হবে শুধুমাত্র গাজা ছাড়ার জন্য। ফিলিস্তিনিরা এ পথে বের হতে পারলেও, ঢোকার কোনো সুযোগ থাকবে না।

ইসরায়েলের Cordination of Government Activities in the Territories (COGAT) বুধবার (৩ ডিসেম্বর) মাইক্রোব্লগিং সাইট এক্স-এ জানিয়েছে, মিসরের সঙ্গে সমন্বয় ও ইসরায়েলের অনুমতি সাপেক্ষে গাজার মানুষ ক্রসিং দিয়ে মিসরে প্রবেশ করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি ইউরোপীয় ইউনিয়নের মিশন তদারকি করবে।

গাজার অনেক মানুষ উন্নত চিকিৎসা ও অন্যান্য জরুরি কাজে মিসর যেতে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। ইসরায়েলি সেনারা ক্রসিং দখল করার পর থেকে সেখানে কেউ ঢুকতে বা বের হতে পারতেন না। গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। চুক্তি অনুযায়ী রাফা ক্রসিং দিয়ে ত্রাণের ট্রাক প্রবেশ করা উচিত ছিল, কিন্তু ইসরায়েল তা বাস্তবায়ন করেনি। দুই বছরের বেশি সময় ধরে গাজায় চলা সংঘর্ষে উপত্যকাটিকে বসবাসের অযোগ্য করে দেওয়া হয়েছে। চিকিৎসা ব্যবস্থা ও কর্মসংস্থানের পুরো কাঠামো ধ্বংস হয়ে গেছে।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *