January 10, 2026, 6:57 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

মাদুরোর সঙ্গে ফোনালাপের বিষয়টি স্বীকার করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক:

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সম্প্রতি ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৩০ নভেম্বর) এয়ার ফোর্স ওয়ানে অবস্থানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তবে আলাপের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই এ প্রশ্ন আসে সাংবাদিকদের পক্ষ থেকে। জবাবে ট্রাম্প সংক্ষেপে বলেন, “আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। উত্তরটা হলো—হ্যাঁ, হয়েছে।”

ট্রাম্প স্বীকার করার আগেই নিউইয়র্ক টাইমস জানায়, চলতি মাসের শুরুর দিকেই মাদুরোর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ হয়। সেখানে দুই দেশের সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ ছিল। এরই মধ্যে ভেনেজুয়েলাকে ঘিরে একের পর এক কঠোর অবস্থান নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার তিনি বলেন, “ভেনেজুয়েলার ওপর ও আশপাশে আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করতে হবে।” তবে এ বিষয়ে অতিরিক্ত ব্যাখা দেননি, যা কারাকাসে সামরিক হামলার আশঙ্কা জোরদার করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় অঞ্চলে মাদকবাহী সন্দেহভাজন নৌকার বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এই মাদকপাচারের দায় কারাকাসের ওপর চাপিয়ে এসেছে ওয়াশিংটন। এমনকি ভেনেজুয়েলায় সিআইএ–এর গোপন অভিযানের অনুমোদনও দিয়েছেন ট্রাম্প। মাদুরো অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প তাকে ক্ষমতা থেকে সরাতে চাইছেন, কিন্তু ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী যে কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *