কুড়িগ্রাম (নাগেশ্বরী) প্রতিনিধি:
কুড়িগ্রামের রায়গঞ্জ ইউনিয়নে যুবদলের সাবেক সহ-সভাপতি মুজিবর সরকারকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ উঠেছে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বীপ মণ্ডলের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে সম্প্রতি এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হলেও বিচারহীনতায় দিন কাটছে হামলার স্বীকার হওয়া ভুক্তভুগী পরিবার গুলোর।
এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। শুধু এ ঘটনাই নয়,তার বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে একাধিক হামলা করার ঘটনা আছে বলে জানা গেছে।রাজনৈতিক প্রভাব বিস্তার করে মানুষের ক্ষতি করা,হাতের কব্জি কেঁটে নেয়ার অভিযোগ উঠেছে এই দ্বিপ মন্ডলের বিরুদ্ধে।একজন জন প্রতিনিধি হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করার মত কর্মকান্ডের নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।
দ্বিপ মন্ডল নিজের স্বার্থে ২০১৪ সালে বিএনপির সহযোগী সংগঠন যুুবদল থেকে স্বেছায় পদত্যাগ করেন।পরে আওয়ামী অনুসারী হয়ে লীগের এমপি আসলাম সওদাগরের সাথে ঘনিষ্ঠতা করে এলাকায় ত্রাস ও দাম্ভিকতা অটুট রাখেন।সুযোগের সদ্ব্যবহারে তিনি জাতীয় পার্টিতে সুবিধা নিয়েছিলেন।পরে জুলাই গণঅভ্যুত্থানের পর সাইফুর রহমান রানার হাত ধরে আবার বিএনপিতে সক্রীয় হন দ্বিপ মন্ডল।
পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, চেয়ারম্যান দ্বীপ মণ্ডল ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে মুজিবর সরকারের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে যুবদলের সহ সভাপতি মোঃ মজিবর সরকারের শরীরের বিভিন্ন স্থানে মোট ৫৫টি সেলাই দেয় চিকিৎসক।ধারালো অস্ত্রের একাধিক আঘাতের কারণে তিনি প্রচুর রক্তক্ষরণে ভুগছেন এবং শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক।এছাড়া রায়গঞ্জ কলেজ শাখার সাধারণ সম্পাদক আরিফের পায়ের রগ কেটে নেয়া, রায়গঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ফজু’র মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করাসহ নানান অপকর্ম করে আসছে এই দ্বিপ মন্ডল।
স্থানীয়রা বলছেন, ইউনিয়নের পুরোনো রাজনৈতিক বিরোধ ও ব্যক্তিগত শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হামলা করেছে দ্বিপ মন্ডল।
এদিকে ২০১৪ সালে যুবদল থেকে পদ ত্যাগ করে জাতীয় পার্টি আওয়ামীলীগ দলে সক্রিয় ভাবে কাজ করেছিলেন তিনি।ছাত্র লীগ নেতা শোভনের সাথে তোলা ছবি, জাতীয় পার্টির নাগেশ্বরী আসনের সাবেক এমপি মোস্তাফা মিয়ার সাথে অনেক বিতর্কিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও সাইফুর রহমান রানার প্রভাব এখন বীর দম্ভে খুন হামলা মামলার নেতৃত্ব দিচ্ছিল এই দীপ মন্ডল।স্থানীয়দের দাবি দ্রূত এই দীপ মন্ডলকে আদর্শিক দল বিএনপি থেকে বহিঃস্কার করা না হলে আগামীতে নাগেশ্বরীর সাধারণ মানুষের মাঝে ত্রাস ও আতঙ্কের আরেক নাম হবে দ্বীপ মন্ডল।