আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে চার জনকে হত্যা করা হয়েছে, জানিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। সোমবার (১ ডিসেম্বর) গ্রুপটির সামরিক শাখা কাসাম ব্রিগেডস এই তথ্য নিশ্চিত করেছে। হামাসের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “শত্রু ইসরায়েলের হয়ে কাজ করা এবং হামাসের একজন সদস্যকে অপহরণের চেষ্টা করা চারজন গুপ্তচরকে গাজায় হত্যা করা হয়েছে।” তাদের অস্ত্র জব্দ করা হয়েছে, তবে পরিচয় বিস্তারিত প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
গত ১১ অক্টোবর থেকে মার্কিন মধ্যস্থতায় গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু ২০২৩ সালের অক্টোবর থেকে সংঘটিত সংঘর্ষে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে, আহতের সংখ্যা ১ লাখ ৭০ হাজারের বেশি। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এছাড়া চলতি বছরের মে মাসে ইসরায়েল গাজায় সাহায্য বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়, যা শতাধিক মানুষের মৃত্যু ঘটায় এবং দুর্ভিক্ষ প্রকট করে।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।