January 9, 2026, 10:25 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

অক্সফোর্ড ইউনিয়নের প্রথম ফিলিস্তিনি সভাপতি আরওয়া এলরাইশ

আন্তর্জাতিক ডেস্ক :

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ও মর্যাদাপূর্ণ ডিবেটিং সোসাইটি ‘অক্সফোর্ড ইউনিয়ন’-এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি শিক্ষার্থী আরওয়া হানিন এলরাইশ। ১৮২৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ব্রিটেনের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষার্থী সংগঠন। দ্বিতীয় বর্ষের পিপিই (দর্শন, রাজনীতি ও অর্থনীতি) শিক্ষার্থী আরওয়া ২০২৬ সালের ট্রিনিটি টার্মের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। ট্রিনিটি টার্ম অক্সফোর্ডে বছরের তিনটি টার্মের একটি।

নেতৃত্ব বদলের পেছনে একটি বিতর্কিত ঘটনা কাজ করেছে। আগের সভাপতি জর্জ আবারনইয়ে সামাজিকমাধ্যমে যুক্তরাষ্ট্রের ডানপন্থি রাজনীতিকের হত্যাকাণ্ডে উল্লাস প্রকাশ করলে তীব্র সমালোচনার মুখে পড়েন এবং অনাস্থা ভোটে পদ হারান। এমন পরিস্থিতিতে নেতৃত্বে আসেন আরওয়া। নির্বাচনের পর তিনি সদস্যদের উদ্দেশে বলেন, “ইউনিয়নের লক্ষ্য পূরণে সবাই একসাথে কাজ করার যে অঙ্গীকার দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ট্রিনিটি টার্মে সদস্যদের সেবা করতে উদগ্রীব আমি।”

নিজেকে ফিলিস্তিনি পরিচয় দিয়ে আরওয়া কাতারের দোহা কলেজ থেকে এ-লেভেল সম্পন্ন করেছেন। তার বাবা মোহামেদ এলরাইশ ২০১২ সাল থেকে কাতার বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক গবেষণা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে আরওয়ার গাজায় বেড়ে ওঠার স্থান নিশ্চিত নয়। বর্ণবাদী অভিযোগ ও বিতর্কিত বক্তব্য থাকা সত্ত্বেও, অক্সফোর্ড ইউনিয়নের প্রথম ফিলিস্তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আরওয়ার জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *