চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত গাড়ির পেছনে ফল-সবজি বোঝাই একটি পিকআপের ধাক্কায় একজন ব্যবসায়ী নিহত এবং আরেকজন আহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শফিউল (৪০) কক্সবাজারের রামুর বাসিন্দা। আহত লোকমান হাসেম (৩৬) পিরোজপুর জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, দু’জনই আনারস, পেঁপে ও কাঁচামরিচ নিয়ে ঢাকার ব্যবসায়িক কাজ শেষে চট্টগ্রামের দিকে ফিরছিলেন। পথে নিজামপুর এলাকায় চলন্ত গাড়িটির পেছনে নিয়ন্ত্রণ হারানো একটি পিকআপ সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শফিউল নিহত হন।
মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহামেদ হোসেন বলেন, খবর পেয়ে তারা গিয়ে একজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তিনি জানান, “মহাসড়কে ঘুম নিয়ে গাড়ি চালানোয় দুর্ঘটনা বেড়ে যাচ্ছে।”
কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রব্বানী জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ থানায় নিয়ে যায়। তিনি বলেন, “বেপরোয়া গতি ও তন্দ্রাচ্ছন্ন হয়ে গাড়ি চালানোই এমন দুর্ঘটনার প্রধান কারণ।”
এদিকে, শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার জোরারগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় খোকা সওদাগর নামের এক ব্যক্তি নিহত হন। তিনি করেরহাট ইউনিয়নের দক্ষিণ আলিনগর উত্তর পাড়ার বাসিন্দা।