কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ডা. ইউনুছ আলীর সমর্থক, নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ মশাল মিছিল ও সড়ক অবরোধ করেছে। শনিবার রাত ৯টার দিকে নাগেশ্বরী–ফুলবাড়ী আঞ্চলিক সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মশাল মিছিলটি নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের লাল স্কুল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাগেশ্বরী–ফুলবাড়ী সড়কে অবস্থান নিয়ে অবরোধ গড়ে তোলে। এসময় সমর্থকরা টায়ার জ্বালিয়ে এবং মশাল হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি- কুড়িগ্রাম-১ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন রিভিউ করে ডা. ইউনুছ আলীকে প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী অর্ণব, নাগেশ্বরী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ওসমান গনি, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বেলাল, কুড়িগ্রাম মজিদা কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হক প্রমুখ
তারা বলেন, এলাকার মানুষের সমর্থন ডা. ইউনুছ আলীর পক্ষে। তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মনোনয়ন সংশোধনের দাবি জানান।