January 11, 2026, 8:35 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

বরিশালে একসঙ্গে জন্মানো পাঁচ নবজাতক অসুস্থ, চিকিৎসা ব্যয়ে দিশেহারা পরিবার

বরিশালে একসঙ্গে জন্মানো পাঁচ নবজাতক অসুস্থ, চিকিৎসা ব্যয়ে দিশেহারা পরিবার

স্টাফ রিপোর্টার:

বরিশালে স্বাভাবিকভাবে একসঙ্গে জন্মানো পাঁচ নবজাতক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জন্মের দুই মাস না যেতেই ঠান্ডাজনিত সমস্যায় তাদের অবস্থা খারাপ হলে গতকাল মঙ্গলবার তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পটুয়াখালীর বাউফলের সিংহেরকাঠি গ্রামের সোহেল হাওলাদার ও লামিয়া আক্তার দম্পতির ঘর আলো করে গত ৬ অক্টোবর বরিশালের হেমায়েত উদ্দিন ডায়াবেটিক জেনারেল হাসপাতালে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম হয়—হাসান, হোসাইন, মোয়াছিন, হাবিবা ও উমামা। অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে পাঁচ শিশুর জন্ম হওয়ায় বিষয়টি তখন আলোচনায় আসে।জন্মের সময় তারা সুস্থ থাকলেও শীতের তীব্রতা বাড়ায় একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে।

শিশুদের বাবা সোহেল হাওলাদার জানান, গত কয়েক দিন ধরে সন্তানগুলো একে একে অসুস্থ হয়ে পড়ছিল। অবস্থা খারাপ হওয়ায় সবকেই হাসপাতালে ভর্তি করতে হয়। মুদির দোকান চালিয়ে সংসার চললেও চিকিৎসার খরচ মেটাতে তিনি হিমশিম খাচ্ছেন।

লামিয়া আক্তার বলেন, ‘একসঙ্গে পাঁচ শিশুর দেখভাল করা খুবই কষ্টকর। এক কৌটা দুধ দুই দিনের বেশি থাকে না, প্রতিদিন ১০টি করে ডায়াপার লাগে। গরম কাপড় পর্যাপ্ত নেই, তাই অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ছে। আমাদের আয় অল্প; এখন কীভাবে শিশুদের চিকিৎসা করব বুঝতে পারছি না।’

সোহেল হাওলাদারও জানান, পাঁচ সন্তানের বাড়তি ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ‘এখন যদি কেউ সহায়তা না করেন, চিকিৎসার খরচ চালানো সম্ভব হবে না,’ বলেন তিনি।

এদিকে পাঁচ নবজাতকের অসুস্থতার খবর পেয়ে বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার ও সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় পাঁচ শিশুর চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ জানান, পরিবারটি স্বল্প আয়ের হওয়ায় পাঁচ নবজাতকের দেখভাল করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘আমরা হাসপাতালে গিয়ে বিনামূল্যে ওষুধ দিয়েছি এবং ১৫ দিনের জন্য দুধ সরবরাহ করেছি। তবে তাদের দীর্ঘমেয়াদি সহায়তা প্রয়োজন। সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবান লোকজনেরও এগিয়ে আসা উচিত।’

সোহেল আরও জানান, পাঁচ সন্তানের জন্মের পর ‘ইভেন্ট ৮৪’ নামের মানবিক সংগঠন তাদের একটি গাভিসহ কিছু সহায়তা দিয়েছিল। কিন্তু বর্তমানে পাঁচ শিশুর ভরণপোষণ ও চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *