আন্তর্জাতিক ডেস্ক :
ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বহুদিনের ঘুমন্ত আগ্নেয়গিরি হায়লি গুবি প্রায় ১২ হাজার বছর পর ফের অগ্ন্যুৎপাত করেছে। রবিবার কয়েক ঘণ্টাব্যাপী এই অগ্ন্যুৎপাতের পর আকাশে উঠে যায় প্রায় ১৪ কিলোমিটার উচ্চতার ধোঁয়া ও ছাইয়ের বিশাল স্তম্ভ—যা ভেসে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর দিয়ে চলে আসে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে, ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত হায়লি গুবির অগ্ন্যুৎপাতের পর ছাইয়ের মেঘ প্রথমে ইয়েমেন ও ওমান অতিক্রম করে পরে ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চলের আকাশে প্রবেশ করে। টুলুজ আগ্নেয়ছাই পরামর্শ কেন্দ্র (ভিএএসি) বলছে, ধোঁয়ার ঘন স্তর এতটাই উঁচুতে উঠেছে যে তা আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে।
ইরিত্রিয়া সীমান্তের কাছে, আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থান এই আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ মিটার ওপরের রিফট ভ্যালি এলাকায় পড়েছে। ভূতাত্ত্বিক দুটি প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে আগ্নেয়গিরি ও ভূমিকম্প তুলনামূলক বেশি দেখা যায়।
অগ্ন্যুৎপাতের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আকাশমুখী সাদা ধোঁয়ার বিশাল কুণ্ডলী। বিশেষজ্ঞরা বলছেন, বরফ যুগ-পরবর্তী হোলোসিন যুগে এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কোনো প্রমাণ নেই—এ তথ্য নিশ্চিত করেছে স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম এবং ব্লুস্কাইয়ে মন্তব্য করা মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ প্রফেসর সাইমন কার্নও। হঠাৎ সক্রিয় হয়ে ওঠা এই আগ্নেয়গিরি এখন অঞ্চলটির ভূতাত্ত্বিক গতিশীলতা ও ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে গবেষকদের নতুন করে ভাবাচ্ছে।