January 10, 2026, 6:59 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

১২ হাজার বছর পর জেগে উঠল হায়লি গুবি আগ্নেয়গিরি

আন্তর্জাতিক ডেস্ক :

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বহুদিনের ঘুমন্ত আগ্নেয়গিরি হায়লি গুবি প্রায় ১২ হাজার বছর পর ফের অগ্ন্যুৎপাত করেছে। রবিবার কয়েক ঘণ্টাব্যাপী এই অগ্ন্যুৎপাতের পর আকাশে উঠে যায় প্রায় ১৪ কিলোমিটার উচ্চতার ধোঁয়া ও ছাইয়ের বিশাল স্তম্ভ—যা ভেসে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর দিয়ে চলে আসে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে, ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত হায়লি গুবির অগ্ন্যুৎপাতের পর ছাইয়ের মেঘ প্রথমে ইয়েমেন ও ওমান অতিক্রম করে পরে ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চলের আকাশে প্রবেশ করে। টুলুজ আগ্নেয়ছাই পরামর্শ কেন্দ্র (ভিএএসি) বলছে, ধোঁয়ার ঘন স্তর এতটাই উঁচুতে উঠেছে যে তা আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে।

ইরিত্রিয়া সীমান্তের কাছে, আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থান এই আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ মিটার ওপরের রিফট ভ্যালি এলাকায় পড়েছে। ভূতাত্ত্বিক দুটি প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে আগ্নেয়গিরি ও ভূমিকম্প তুলনামূলক বেশি দেখা যায়।

অগ্ন্যুৎপাতের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আকাশমুখী সাদা ধোঁয়ার বিশাল কুণ্ডলী। বিশেষজ্ঞরা বলছেন, বরফ যুগ-পরবর্তী হোলোসিন যুগে এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কোনো প্রমাণ নেই—এ তথ্য নিশ্চিত করেছে স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম এবং ব্লুস্কাইয়ে মন্তব্য করা মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ প্রফেসর সাইমন কার্নও। হঠাৎ সক্রিয় হয়ে ওঠা এই আগ্নেয়গিরি এখন অঞ্চলটির ভূতাত্ত্বিক গতিশীলতা ও ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে গবেষকদের নতুন করে ভাবাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *