January 10, 2026, 6:56 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

মিলিয়ন ডলারের বিনিয়োগে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ খুলছে

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চালু করা ‘গোল্ড কার্ড ভিসা প্রোগ্রাম’ নতুন অগ্রগতির মুখে। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যেই এই উদ্যোগ কার্যকর হতে পারে, যার মাধ্যমে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ করে বিদেশি নাগরিকরা দেশটিতে স্থায়ী বসবাসের যোগ্যতা পাবেন।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (DHS) ও ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS) ইতোমধ্যে আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় ফর্মের খসড়া তৈরি করেছে—যার নাম আই-১৪০জি। বর্তমানে এটি অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ব্লুমবার্গের তথ্যমতে, হোয়াইট হাউস জরুরি ভিত্তিতে খসড়াটির অনুমোদন দিয়েছে। গোল্ড কার্ড কার্যক্রম অনুযায়ী, ব্যক্তি পর্যায়ে ১০ লাখ ডলার বিনিয়োগে স্থায়ী আবাসিক মর্যাদা পাওয়া যাবে। করপোরেট বা কোম্পানি আবেদনকারীদের ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ হবে ২০ লাখ ডলার। প্রতিটি আবেদনের জন্য নির্ধারিত ফি ১৫ হাজার ডলার, যা ফেরতযোগ্য নয়।

এই কর্মসূচি ঘোষণার পর প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, প্রতিদিন অন্তত এক হাজার গোল্ড কার্ড ইস্যুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও অভিবাসন নীতিতে কঠোরতার কারণে উদ্যোগটি পিছিয়ে পড়ে। এখন সময়সীমা ঘনিয়ে আসায় আবারও প্রক্রিয়া দ্রুত এগোতে শুরু করেছে। বিশেষ দক্ষতা বা পেশাগত যোগ্যতা থাকলে আবেদনকারীরা ইবি–১ ক্যাটাগরির আওতায় আবেদন করতে পারবেন। আর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত ব্যক্তিরা ইবি–২ (ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার) ক্যাটাগরির সুবিধা নিতে পারবেন।

আবেদনের প্রথম ধাপ ডিপার্টমেন্ট অব কমার্সে জমাদান। এরপর USCIS তহবিলের উৎসসহ সব যোগ্যতার বিষয় যাচাই করবে। অনুমোদন মিললে আবেদনকারী অভিবাসী ভিসা নম্বর পেয়ে দূতাবাসে কনস্যুলার প্রক্রিয়া সম্পন্ন করবেন। সর্বশেষ ধাপে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা এবং স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ড) মর্যাদা লাভ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *