মোঃ মশিউর রহমান বিপুল,
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব। সোমবার (২৪ নভেম্বর) শেষ বিকেলে ধরলা ব্রিজের পশ্চিম পাড়ে সোনাইকাজি এলাকায় ধরলা ব্রিজ সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মাস্টার।
প্রাচীন বাংলার গ্রামীণ সংস্কৃতির অন্যতম আকর্ষণ নৌকা বাইচ। এখনো এই প্রতিযোগিতা সাধারণ মানুষের মাঝে আনন্দ, উৎসব ও মিলনমেলার আবহ তৈরি করে, নগরজীবনের বাইরে গ্রামীণ জনপদে এনে দেয় আলাদা উত্তেজনা।
অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. শাহাদত হোসেন নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সমবায় সমিতির সভাপতি সোলায়মান আলী, ইকবাল হোসেন মণ্ডল রুকু, একরামুল হক, শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এবারের প্রতিযোগিতায় মোট ছয়টি নৌকা অংশ নিলেও সময় স্বল্পতার কারণে মাত্র একটি বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সেই রাউন্ডে দুইটি নৌকা মুখোমুখি হলেও শেষ পর্যন্ত ফলাফল ড্র ঘোষণা করা হয়।