January 10, 2026, 6:57 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা, বহু হতাহতের শঙ্কা

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা, বহু হতাহতের শঙ্কা

জেডটিভি বাংলা ডেস্ক:

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে সোমবার আধাসামরিক বাহিনী- ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদর দপ্তরে বন্দুকধারী ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। পুলিশ ও নিরাপত্তা সূত্রে জানা গেছে, হামলায় অন্তত তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং তিনজন এফসি কর্মী শহীদ হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচজন, যার মধ্যে দুইজন এফসি কর্মীও রয়েছেন।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়ান সাঈদ আহমাদ জানান, তিনজন আত্মঘাতী বোমাকারী সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করেছিল। তিনি বলেন, ‘একজন হামলাকারী মূল গেটের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, আর দুইজন কমপাউন্ডের ভিতরে ঢুকে পড়ে।’

ড. সাঈদ জানান, এফসি কর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করে দুইজনকে কমপাউন্ডের ভিতরে হত্যা করে। শেষ পর্যন্ত তিনজন আত্মঘাতী বোমাকারীই নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলির সময় নিহত হন।

ড. সাঈদ আরও বলেন, এফসি কর্মীদের সময়মতো প্রতিক্রিয়ার কারণে হামলাকারীরা বড় ধ্বংসযজ্ঞ চালাতে পারেনি। সদর এলাকা ঘিরে রাখা হয়েছে এবং রাস্তা বন্ধ করে ট্রাফিক বিকল্প পথে পরিচালিত করা হয়েছে। নিরাপত্তা সংস্থা একটি ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে যাতে আরও কোনো হুমকি না থাকে।

এফসির ডেপুটি কমান্ড্যান্ট জাভেদ ইকবালও তিনজন হামলাকারীর নিহত হওয়া নিশ্চিত করেছেন। তিনি জানান, এফসি সদর দপ্তরের ভিতরে এখনো একটি ব্যাপক অনুসন্ধান অভিযান চলছে, যাতে কোনো বাকি হুমকি থেকে যায় না।

সূত্রের খবর, পেশোয়ারের এই হামলা পূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ডে আক্রান্ত অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত। এর আগেও ২০২২ সালের নভেম্বর মাসে তেহরিক-ই-তালিবান পাকিস্তান সরকারের সঙ্গে চুক্তি ভেঙে নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং আইনশৃঙ্খলা সংস্থার সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দেয়।

সম্প্রতি পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। ২০২২ সালের নভেম্বর সরকার সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে তেহরিক–ই–তালেবান পাকিস্তান–টিটিপি নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের ওপর হামলার ঘোষণা দেওয়ার পর এসব ঘটনার হার আরও বাড়ে।

গত সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় এফসি সদর দপ্তরে হামলার চেষ্টা নস্যাৎ করে ছয়জন সৈন্য নিহত এবং পাঁচজন হামলাকারী মারা যায়।

পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, এ হামলা ‘ইন্ডিয়ান প্রক্সি ফিতনা–আল–খাওয়ারিজ’ নামের একটি গোষ্ঠী চালায়। সরকার যেটিকে নিষিদ্ধ টিটিপি–সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বর্ণনা করতে ব্যবহার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *