নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে শুরু হয়েছে মরহুম গাজী মোখলেছুর রহমান স্মারক মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৫। শুক্রবার স্থানীয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জি এম সুমন মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মাসুদ করিম, দপ্তর সম্পাদক—সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং সাধারণ সম্পাদক—৩নং ওয়ার্ড বিএনপি।

এছাড়াও টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, তানভীর রহমান রাব্বি, মোঃ হাবিবুর রহমান (হাবিব)।
এ ছাড়া উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য মোঃ হাবিবুর রহমান (হাবিব) এবং জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির প্রধান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান মিন্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং স্থানীয় তরুণরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ‘বাজান–১’ দল উদ্বোধনী ম্যাচে অংশ নেয় এবং টুর্নামেন্টকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।