লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন এবং আরেকজনকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে এ রায় ঘোষণা করা হয়।
লালমনিরহাট কোর্ট পরিদর্শক মো. আমিরুল ইসলাম জানান, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় পঞ্চগ্রাম ইউনিয়নের শিবেরকুটি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আমিন মিয়া ওরফে ডাইল আমিন (৫০)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩(ক) ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপরদিকে একই এলাকার ফজলুর রহমানের ছেলে সোহেল রানা (৩২)-কে ৩(খ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, বিচারক মো. হায়দার আলী এর আগেও একাধিক মাদক মামলায় কঠোর সাজা দেওয়ায় এলাকায় প্রশংসিত হয়েছেন। এসব রায়ের ফলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান। সচেতন মহলের মতে, এমন কঠোর শাস্তি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে