মো. জোনাব আলী :
বুধবার (১৯ নভেম্বর) সাভার উপজেলার ফুলবাড়িয়ার শোভাপুর এলাকায় রাজনৈতিক নেতা ও ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আমান উল্লাহ আমানের আগমনকে কেন্দ্র করে মাদ্রাসার ছাত্রছাত্রী ও এলাকাবাসী রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন দাবি জানান।
অবস্থানকারীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা সুবিধার ঘাটতি, পর্যাপ্ত পানি সরবরাহের অভাব ও সড়ক–ড্রেনেজ ব্যবস্থার অবনতিসহ নানা সমস্যা রয়ে গেছে। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য তারা স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন।
অবস্থান কর্মসূচির কারণে এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পুলিশ সতর্ক অবস্থান নেয় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, আমান উল্লাহ আমান নির্বাচিত হলে শোভাপুর ও তরফ রাজাঘাট এলাকার ড্রেনেজ উন্নয়নসহ মৌলিক সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেবেন।য়।