আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে ইউরোপ এখনো পর্যাপ্ত প্রস্তুত নয়—এমন কঠোর মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়ুস কুবিলিউস। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত পরীক্ষিত ড্রোন প্রতিরক্ষা সক্ষমতাকে নিজেদের ব্যবস্থায় অন্তর্ভুক্ত না করলে সেটি হবে “ঐতিহাসিক ভুল” বলেও সতর্ক করেন তিনি। সোমবার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর ইউরোপ জুড়ে প্রতিরক্ষা জোরদারের উদ্যোগ শুরু হলেও তা “হতাশাজনকভাবে ধীরগতির”।
“দুই বছর পর বুঝলাম আমরা তৈরি নই”- কুবিলিউস :
তিনি প্রশ্ন তোলেন, “কেন দুই বছরেরও বেশি সময় লাগল বুঝতে যে আমরা এখনো রুশ ড্রোন শনাক্ত ও সাশ্রয়ী উপায়ে প্রতিহত করতে প্রস্তুত নই?” তার মন্তব্যচ -“রাশিয়া তো শিখছে। আমরা কি শিখছি?”
ন্যাটোর প্রস্তুতি ও ইইউর পরিকল্পনা :
পোল্যান্ড ঘটনার পর ন্যাটো পূর্বাঞ্চলে অতিরিক্ত সেনা ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। পাশাপাশি ইইউ-ও নিজস্ব ড্রোন প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা করছে। তবে এখনো কোনো চূড়ান্ত নকশা বা বাস্তবায়ন সময়সীমা নির্ধারিত হয়নি।
ইউক্রেনের সক্ষমতা ব্যবহারের পরামর্শ :
কুবিলিউস মনে করেন, ইউরোপের ঘাটতি পূরণের পাশাপাশি ইউক্রেনের যুদ্ধক্ষেত্র–অভিজ্ঞ প্রায় ৮ লাখ সেনা এবং তাদের প্রতিরক্ষা দক্ষতাকে ইউরোপের সামগ্রিক নিরাপত্তা কাঠামোর অংশ করা উচিত।
তার ভাষায়, “এটা না করলে আমরা এমন একটি ঐতিহাসিক ভুল করব, যা ইউরোপ ও ইউক্রেন—দু’পক্ষকেই দুর্বল করবে।”
ভবিষ্যৎ হামলার আশঙ্কা :
ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হলে ভবিষ্যতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর সদস্যদেশগুলোতেও হামলার চেষ্টা করতে পারেন। সেই কারণেই দ্রুত প্রতিরক্ষা জোরদারে কাজ করছে ইইউ।