নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বলেন, “দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বড় অংশ দগ্ধ হয়ে যায়।”
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কী কারণে আগুন লাগানো হয়েছে তা এখনো পরিষ্কার নয়। ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আওয়ামী লীগের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এমন ঘটনার তৈরি হওয়ায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে।