অনলাইন ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা (এমপিএইচডিও) এর আওতাধীন ক্রয়-বিক্রয় কেন্দ্র নেত্রীর পরিচিতি সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার, এরিয়া ম্যানেজার মোঃ শরীফুল ইসলামের সঞ্চালনায় পরিচালনা করা হয়।
এ সময় মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শামীম রানার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর প্রেসক্লাব ও বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক,মেহেদী হাসান রিপুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি শেখ সাদী সরকার।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর প্রেসক্লাব ও বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রেস ক্লাবের সভাপতি শেখ সাদী সরকার। বিশেষ অতিথি ছিলেন এমপিএইচডিও-এর উপদেষ্টা মোছাঃ ছফুরা বেগম, ব্যবস্থাপক মোছাঃ সুমিরা আক্তার, এরিয়া ম্যানেজার মোঃ কামরুল ইসলাম এবং শাখা ম্যানেজাররা। এছাড়াও পায়রাবন্দ আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান এবং স্থানীয় মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানটিতে সমন্বয়কারী হিসেবে ছিলেন, মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক, মো: সাজ্জাদুর রহমান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর।
মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শামীম রানা তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশ আজ হুমকির মুখে। এ থেকে পরিত্রাণ পেতে অবশ্যই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। নিজে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে।