কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ার হলদি বাড়ি রেল গেইট এলাকায় বাসে উঠার সময় বাসের হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে গিয়ে ভাজা বুট বাদাম বিক্রেতা তাজুল মিয়া(২৬) শনিবার দুপুরে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে উপজেলার শহীদ বাগ ইউনিয়নের প্রাণনাথচর গ্রামের বাসিন্দা মৃত্যু রব্বানী মিয়ার পুত্র তাজুল ইসলাম হাট-বাজার, বাসে বাদাম ফেরি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। প্রতিদিনের মত হলদি বাড়ি রেল গেইট এলাকায় বাদাম বিক্রি করার জন্য বেলা-অবেলা পরিবহনে উঠার সময় বাসের হেলপার ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলে সে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। এসময় হলদিবাড়ি গ্রামের মমিনুলের পুত্র শাকিব(২৬) আহত হয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়ি আটক করে ভাংচুর করে এবং কুড়িগ্রাম জেলার মুক্তারাম গ্রামের বাসিন্দা কছির উদ্দিনের পুত্র ড্রাইভার আব্দুল আউয়াল (৩০) কে গণধোলাই দেয়। কিন্তু হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।