মো. আবু সাঈদ :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুরজ্জামান দাউদ তালুকদারকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোররাতে সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
ওসি জানান, সম্প্রতি উপজেলার দরগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের চত্বরে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাইদুরজ্জামান দাউদকে আসামি করা হয়। ওই মামলার প্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে।
এদিকে, স্থানীয় আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন – রাজনৈতিক প্রতিপক্ষের প্রভাবে দাউদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো গ্রামীণ ব্যাংক বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।