মো. আবু সাঈদ :
তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য দক্ষ করে তুলতে এবং ক্যারিয়ারের চ্যালেঞ্জ মোকাবেলায় দিকনির্দেশনা দিতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫’ শীর্ষক কর্মশালা মঙ্গলবার (১১ নভেম্বর) আইইউবির ডিএমকে লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মশালাটি আয়োজন করে জেসিআই মানিকগঞ্জ, সহযোগিতায় ছিল আইইউবির ক্যারিয়ার গাইডেন্স, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনস (সিজিপি অ্যান্ড এআর) বিভাগ।
দিনব্যাপী আয়োজনে দুটি প্যানেল আলোচনা ও দুটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। প্রথম প্যানেল আলোচনার বিষয় ছিল ‘স্ট্র্যাটেজিক থিংকিং ফর ক্যারিয়ার গ্রোথ: ইনসাইটস ফ্রম ব্র্যান্ড লিডারস’। ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের কো-ফাউন্ডার আলতামিস নাবিলের সঞ্চালনায় প্যানেলে অংশ নেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিএমও জোহেব আহমেদ, ব্র্যান্ড প্র্যাকটিশনার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ইলিয়াস মির্জা মুহাম্মদ এবং সুইশ গ্লোবালের ক্রিয়েটিভ ডিরেক্টর সুমন হক।

দ্বিতীয় প্যানেল আলোচনার বিষয় ছিল ‘ক্যারিয়ার ও ক্রিয়েটিভিটি: দ্য পাওয়ার অফ মাল্টিডাইমেনশনাল স্কিলস’, যা সঞ্চালনা করেন এডরোল এডুকেশনের প্রতিষ্ঠাতা ও সিইও তুষার মালেক। আলোচনায় অংশ নেন অভিনেত্রী ও সমাজকর্মী কাজী নওশাবা, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ-এর অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেল, এবং জেসিআই মানিকগঞ্জের ২০২৫ লোকাল প্রেসিডেন্ট ও নিজল ক্রিয়েটিভের চিফ ফটোগ্রাফার আবু সুফিয়ান নিলাভ।
এছাড়া স্বতন্ত্র সেশনে ‘ইনোভেশন টু ইমপ্যাক্ট: ট্রান্সফর্মিং আইডিয়াস ইন্টু এন্ট্রেপ্রেনিউরাল সাকসেস’ বিষয়ে দিকনির্দেশনা দেন ই-কুরিয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ রাহুল। কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন আবু সুফিয়ান নিলাভ, জেসিআই মানিকগঞ্জের ২০২৫ লোকাল প্রেসিডেন্ট, এবং আইইউবির সিজিপি অ্যান্ড এআর বিভাগের ডেপুটি ডিরেক্টর শারমিন ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আর. কে. জ্যান ও শিক্ষার্থী জাওয়াদ উল ইসলাম সাদমান। আবু সুফিয়ান নিলাভ বলেন, “জেসিআই বাংলাদেশের লক্ষ্য টেকসই উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করা। এই কর্মশালার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আধুনিক চাকরির বাজারে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে চাই।”
শারমিন ইসলাম জানান, “শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বাড়াতে আইইউবি নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ নেয়। ভবিষ্যতেও জেসিআই মানিকগঞ্জের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করতে আগ্রহী।” দিনের শেষ পর্বে উপস্থিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।