অনলাইন ডেস্ক:
মাদারীপুরের রাজৈরে সুমাইয়া আক্তার (১৮) নামে এক ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাজিতপুর ইউনিয়নের কিসমদ্দি বাজিতপুর গ্রামে নিজ বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া ওই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নাসির হাওলাদারের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে স্বামী বিদেশে থাকায় বাবার বাড়িতেই বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে সুমাইয়াকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মা রুমি বেগম জানান, রাত আড়াইটার দিকে মেয়ের ঘরে ঢুকে দেখি, আমার মেয়ে আর বেঁচে নেই। এরপর পুলিশ এসে লাশ নিয়ে যায়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে নিহত সুমাইয়ার মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।