নিজস্ব প্রতিবেদক :
ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ এলাকায় অবস্থিত ‘হাই হেরিটেজ’ নামের একটি বহুতল আবাসিক ভবনে বুধবার (৫ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ড ঘটে।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারফাইটার মোহাম্মদ শফিউল আলম জানান, “আমাদের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং নির্বাপণ শেষ পর্যায়ে রয়েছে।” শফিউল আলম আরও বলেন, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।