November 5, 2025, 10:58 am
Headline :
৯১ আসনের প্রার্থী ঘোষণা করেছে জোনায়েদ সাকির দল গণসংহতি আন্দোলন তদন্ত প্রতিবেদনে জানা গেল মাইলস্টোন দুর্ঘটনার কারণ বিশ্বকাপ জিতে ট্রফি হাতে নিয়েই বিয়ে করতে চান রোনালদো সাংবাদিকদের কারণে পার্শ্ববর্তী দেশের গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা অক্ষয় কুমারের আবেগঘন পোস্ট: ‘আমাদের রানী ক্যাটরিনাকে কখনো ভুলবো না’ অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা সিলেটের অভিজ্ঞতা শেয়ার করলেন গায়ক তাসরিফ খান বাংলাদেশিদের উচ্ছ্বাসে কুইন্স: জোহরান মামদানি নির্বাচিত নিউইয়র্কের মেয়র মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ খসড়া প্রকাশ, মতামত আহ্বান

নোয়াখালীতে ট্রাকচাপায় নিহত ৬ জনের ঘটনায় ঘাতক চালক গ্রেপ্তার

নোয়াখালীতে ট্রাকচাপায় নিহত ৬ জনের ঘটনায় ঘাতক চালক গ্রেপ্তার

জেডটিভি বাংলা ডেস্ক:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশাচালক ও যাত্রীসহ ছয়জন নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে ঘাতক ট্রাকচালক আব্দুজ জাহেরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকালে নিহত অটোরিকশা চালক খোকনের ছেলে ফিরোজ আলম আবিদ বাদী হয়ে কবিরহাট থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত চালক আব্দুল জাহের লক্ষ্মীপুর জেলার চরবাদাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চরশিতা গ্রামের তিতা মিয়া পণ্ডিত বাড়ির মোসলেহ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার দুই ঘণ্টা পর কবিরহাট থানার পুলিশ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরিফের সামনে থেকে ট্রাকচালক আব্দুজ জাহেরকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদী থেকে বসুরহাটগামী একটি অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে রওনা দেয়। পথে কবিরহাট পৌরসভার আলিয়া মাদরাসা এলাকায় সিএনজির সামনের এক্সেল ভেঙে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং বাকিদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত হয়েছেন— অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন, নোয়াখালী কলেজের ছাত্র তানিম হাসান, একই কলেজের ছাত্রী ইসরাত জাহান, কোম্পানীগঞ্জের বিবি কুলসুম, জান্নাত এবং মো. সুমন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ঘটনার পর ট্রাকচালককে আসামি করে মামলা নেওয়া হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page