November 5, 2025, 3:51 pm
Headline :

কালীগঞ্জে নবাগত ইউএনও মাসুদ রানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে নবাগত ইউএনও মাসুদ রানার মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা–এর সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, ধর্মীয় প্রতিনিধি ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা, শিক্ষা, বাজার মনিটরিং, পরিবেশ দূষণ রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—জাতীয় সাংবাদিক সংস্থার লালমনিরহাট জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এ.এস. ফিরোজ, সাধারণ সম্পাদক আলী হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আংগুর, সদস্য সচিব কুদরত-ই-মেহেরবান মিঠু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি.এম. তানভির সাবু, আমিরে জামায়াতে ইসলামি কালীগঞ্জ রুহুল আমিন, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোনতাসির রহমান রিপন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন লেলিন বসুনিয়া। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও মো. মাসুদ রানা বলেন, আমি সরকারের প্রতিনিধি হিসেবে কালীগঞ্জে যোগদান করেছি। সরকারি সম্পদ রক্ষা, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, কালীগঞ্জের সামাজিক সমস্যা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, নদী দখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সকলের সহযোগিতায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page