অনলাইন ডেস্ক,
সৌদি আরব থেকে এতিম ও দরিদ্র শিশুদের জন্য পাঠানো দুম্বার মাংস আত্মসাতের অভিযোগ উঠেছে পাবনা জেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) দুপুরে পাবনা সার্কিট হাউসে মাংস ভাগাভাগির সময় স্থানীয় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এতিমখানা ও মাদ্রাসার জন্য বরাদ্দ মাংস জেলা প্রশাসনের কিছু কর্মকর্তা সার্কিট হাউসে বসে নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছিলেন। সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা দ্রুত মাংস ফেলে স্থান ত্যাগ করেন।
সূত্র জানায়, শুক্রবার রাতে সৌদি আরব থেকে পাঠানো প্রায় ৩২০ কেজি দুম্বার মাংসের ১৬টি কার্টুন ট্রাকে করে পাবনায় পৌঁছায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যমে এসব মাংস এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের কথা থাকলেও তার একটি বড় অংশ কর্মকর্তারা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, প্রতিবছর হজ মৌসুমে সৌদি আরবে কোরবানিকৃত পশুর মাংস ইসলামী উন্নয়ন ব্যাংকের মাধ্যমে বিশ্বের দরিদ্র মুসলমানদের মাঝে বিতরণ করা হয়। বাংলাদেশেও এই বরাদ্দের মাংস মূলত এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র পরিবারের মাঝে দেওয়া হয়।
এ ঘটনার বিষয়ে জেলা প্রশাসক মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনাটি সম্পর্কে অবগত নন।
এতিমদের জন্য বরাদ্দ মাংস লুটপাটের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে। অনেকেই অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।