জেডটিভি বাংলা ডেস্ক:
নোয়াখালীতে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি’র উদ্যোগে এক বর্ণাঢ্য বই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার মঙ্গলবার (৪ নভেম্বর)) দুপুরে সোনাইমুড়ীতে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। এছাড়া সঞ্চালনায় ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য আব্দুল করিম মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—শেখ মানিক, যুগ্ম আহ্বায়ক, সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দল, পারভেজ আলম, আহ্বায়ক পদপ্রার্থী, আমিশাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, সাইফুল ইসলাম সহিদ, নেতা, আমিশাপাড়া ইউনিয়ন বিএনপি, রাশেদ আলম, সভাপতি, ৯ নং দেওটি ইউনিয়ন ছাত্রদল, রাতুল হাসান, সভাপতি, আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদল, এছাড়াও থানা ও জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। বই প্রকাশের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক চেতনা ও দেশপ্রেম জাগ্রত হবে। অনুষ্ঠান শেষে দেশ ও গণতন্ত্রের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।