অনলাইন ডেস্ক:
নাটোরে মহাসড়কের পাশে ট্রাক ভিড়িয়ে একটি দোকানের শাটার ভেঙে ১৫০ বস্তা মিনিকেট চাল ও নগদ ১২ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) মধ্যরাতে নাটোর-বগুড়া মহাসড়কের ফুলবাগান এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
ফুলবাগান এলাকার ব্যবসায়ী সেলিম ভূঁইয়া বলেন, রাত আড়াইটার দিকে ৬-৭ জনের একটি দল দোকানের সামনে ট্রাক ভিড়িয়ে শাটার ভেঙে ১শ ৫০ বস্তা ২৫ কেজির মিনিকেট চাল চুরি করে নিয়ে যায়। প্রতি বস্তার দাম ছিল ১৮০০ টাকা। এতে প্রায় দুই লাখ ৭০ হাজার টাকার চাল এবং নগদ ১২ হাজার টাকা চুরি হয়ে গেছে। ফজরের নামাজের পরে একজন পরিচিত ব্যক্তি আমাকে বিষয়টি জানান।
স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব, মোহসিন আলীসহ আরও অনেকে জানান, নাটোর শহরে সাম্প্রতিক সময়ে সুগার মিলে ডাকাতি, কোর্টে চুরি, আবার এখন মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে এমন ঘটনা ঘটানো—সবই আইনশৃঙ্খলার অবনতির প্রমাণ। অথচ এখানেই জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবন রয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এলাকাবাসী বলেন, মহাসড়কের পাশের দোকানগুলোতেও এখন নিরাপত্তাহীনতা বেড়েছে।
ওসি মাহাবুর রহমান আশ্বস্ত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”