November 4, 2025, 3:48 pm
Headline :
২ কোটি টাকার সম্পদ গোপন রাখায় কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ডিএসসিসির নতুন প্রশাসক নাগরিক সেবার মানোন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান ৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নারী ওয়ানডে বিশ্বকাপ সেরা একাদশে ৫ অলরাউন্ডার, ভারতের তিনজন জায়গা পেয়েছেন ২০ বছরের বেশি সাজা ভোগ করা ৩৭ বন্দি মুক্তি পাচ্ছেন বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত? রোহিঙ্গা নারীদের ৯৭ শতাংশই শিক্ষার বাইরে: বৈশ্বিক প্রতিনিধিদলের গভীর উদ্বেগ ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার ৬৩ আসন শরিকদের জন্য খালি রেখেছে বিএনপি মনোনয়ন না পেয়েও প্রশংসায় ভাসছেন গায়ক মনির খান

দিনাজপুরের ৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

দিনাজপুরের ৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

অনলাইন ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দিনাজপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩ (সদর) আসনে মনোনীত করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে দিনাজপুর-৫ আসনের জন্য কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি।

বাকি আসনগুলোতে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন- দিনাজপুর-১ আসনে মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর -২ আসনে মো. সাদিক রিয়াজ চেীধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়া, দিনাজপুর-৪ আসনে মো. আক্তারুজ্জামান মিয়া এবং দিনাজপুর- ৬ অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন।

এদিকে, দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নাম ঘোষণার পর থেকেই আসনটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বেগম জিয়া এই আসনেরই ‘দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ তৎকালীন সুরেন্দ্রনাথ কলেজে পড়ালেখা করেছেন। এ আসনে থেকে এর আগেও একবার নির্বাচন করেছেন তিনি।

দিনাজপুর-৬ আসনের প্রার্থী অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য। এদিকে দিনাজপুর-৫ আসনের প্রার্থী ঘোষণা না হওয়ায় এ আসন নিয়ে এখনো কৌতূহল এবং আলোচনার বিষয় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page