অনলাইন ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দিনাজপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩ (সদর) আসনে মনোনীত করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে দিনাজপুর-৫ আসনের জন্য কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি।
বাকি আসনগুলোতে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন- দিনাজপুর-১ আসনে মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর -২ আসনে মো. সাদিক রিয়াজ চেীধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়া, দিনাজপুর-৪ আসনে মো. আক্তারুজ্জামান মিয়া এবং দিনাজপুর- ৬ অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন।
এদিকে, দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নাম ঘোষণার পর থেকেই আসনটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বেগম জিয়া এই আসনেরই ‘দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ তৎকালীন সুরেন্দ্রনাথ কলেজে পড়ালেখা করেছেন। এ আসনে থেকে এর আগেও একবার নির্বাচন করেছেন তিনি।
দিনাজপুর-৬ আসনের প্রার্থী অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য। এদিকে দিনাজপুর-৫ আসনের প্রার্থী ঘোষণা না হওয়ায় এ আসন নিয়ে এখনো কৌতূহল এবং আলোচনার বিষয় রয়েছে।