November 4, 2025, 11:42 am
Headline :

দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে বেঁচে গেলেও হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু

দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে বেঁচে গেলেও হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু

অনলাইন ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে দৌড়ে ট্রেনে উঠার সময় পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন কৃষক জালাল উদ্দীন (৪৫)। ঘটনাটি ঘটেছে রোববার (২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শ্রীপুর রেলস্টেশনে।

অলৌকিকভাবে ট্রেনের নিচে পড়ে বেঁচে থাকা জালালকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

নিহত জালাল উদ্দীন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআগলী ইউনিয়নের নিধিরচর গ্রামের মো. তৈয়ব উদ্দিনের ছেলে। চরআগলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম দুলু জানান, সোমবার বেলা ১১টায় জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শ্রীপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা মোহনগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে জালালের পা পিছলে ট্রেনের ইঞ্জিনের নিচে চলে যায়। একই সময়ে স্টেশনের অন্য লাইনে থাকা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটিও ছেড়ে যায়। ট্রেনের নিচে পড়ে চোখের পলকে গুরুতর আহত হওয়া জালালকে স্থানীয়রা উদ্ধার করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, “রাত ৯টার পর গুরুতর আহত অবস্থায় জালাল উদ্দীনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর রেলস্টেশন মাস্টার মো. সাইদুর রহমান ও উপজেলা পুলিশ কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক নিশ্চিত করেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং রেলওয়ে পুলিশ বিষয়টি দেখবেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এমন ঘটনা ঘটার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। তা ছাড়া বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page