আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তান সহ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। এই মন্তব্য তিনি সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে করেন।
ট্রাম্প বলেন, “উত্তর কোরিয়া, রাশিয়া, চীন পরীক্ষা করছে। পাকিস্তানও পরীক্ষা করছে। কিন্তু তারা আপনাকে তা জানায় না।” সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দেন। সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের অন্য দেশের তুলনায় সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে। আমাদের তা কার্যকারিতা যাচাই করতে হবে। আমি বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গেও আলোচনা করেছি।”
ট্রাম্প আরও বলেন, “আমাদের কাছে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করার মতো পরিমাণ অস্ত্র আছে। রাশিয়া ও চীনেরও প্রচুর পারমাণবিক অস্ত্র রয়েছে।” সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র কেন পারমাণবিক পরীক্ষা করতে চাচ্ছে সেই বিষয়ে তিনি জানান, “পরমাণু অস্ত্র পরীক্ষা না করলে কীভাবে জানবেন এগুলো কাজ করছে কি না? রাশিয়া ও উত্তর কোরিয়া ক্রমাগত পরীক্ষা চালাচ্ছে। একমাত্র আমরাই পরীক্ষা না করলে সেটা নিরাপত্তার জন্য যথাযথ হবে না।”
ট্রাম্পের বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্র নিজের পারমাণবিক সক্ষমতা যাচাই ও বৈশ্বিক নিরাপত্তা অবস্থা মূল্যায়ন করতে পরীক্ষার প্রয়োজনীয়তা অনুভব করছে।