November 5, 2025, 12:10 am
Headline :
বাংলাবান্ধা সীমান্তে ১১৭ ফুটের স্ট্যান্ডে উড়লো লাল-সবুজ পতাকা বিএনপি নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন বিএনপিতে যোগ দিলেন মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ ‘যথাসময়ে প্রার্থী তালিকা ঘোষণা করবে জামায়াত’: আমির টাইফুন কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে ২৬ জনের মৃত্যু নোয়াখালীতে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি’র বই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ২ কোটি টাকার সম্পদ গোপন রাখায় কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ডিএসসিসির নতুন প্রশাসক নাগরিক সেবার মানোন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান ৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নারী ওয়ানডে বিশ্বকাপ সেরা একাদশে ৫ অলরাউন্ডার, ভারতের তিনজন জায়গা পেয়েছেন

ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এসব স্থাপনা আগের চেয়েও বেশি শক্তিশালী ও নিরাপদভাবে পুনর্নির্মাণ করা হবে।

রোববার ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি, এখনো চায় না। তবে কোনো স্থাপনা ধ্বংস হলেও আমরা পিছু হটব না। আমাদের বিজ্ঞানীরা প্রয়োজনীয় সব জ্ঞান ও সক্ষমতা অর্জন করেছেন।” প্রেসিডেন্ট এ সময় পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন এবং চলমান পুনর্গঠন কার্যক্রম তদারকি করেন।

ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি জানান, তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনার পুনরায় শুরু সংক্রান্ত একটি বার্তা পেয়েছে। তবে তিনি বার্তাটির উৎস সম্পর্কে কিছু জানাননি। গত জুন মাসে ইসরাইল ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা পরবর্তীতে দুই দেশের মধ্যে ১২ দিনের সংঘাতে রূপ নেয়। সে সময় হামলায় একাধিক জ্যেষ্ঠ ইরানি বিজ্ঞানী নিহত হন এবং বেশ কয়েকটি গবেষণা কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরান জানিয়েছে, এসব হামলা তাদের পারমাণবিক কর্মসূচি থামাতে পারবে না, বরং দেশটি আরও দ্রুত প্রযুক্তিগত সক্ষমতা বাড়াবে।

তথ্যসূত্র: সামা টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page