জেডটিভি বাংলা ডেস্ক:
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নবীন শিক্ষার্থীদের মেধা ও শক্তিই জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাণশক্তি। স্বাধীনতা, গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত এই সংগঠন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, শৃঙ্খলা শেখায় এবং মেধাবী নেতৃত্ব গড়ে তোলে।
রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ্যানি বলেন, “১৯৭৯ সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন নেতৃত্বের মধ্য দিয়ে ছাত্রদল দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নয় বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সামনের সারিতে ছিলাম। সে সময় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদল মেধাবী শিক্ষার্থীদের সমর্থনে এককভাবে বিজয়ী হয়েছিল।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর প্রকৃত অর্থে ছাত্ররাজনীতি করা সম্ভব হয়নি, কারণ ছাত্রদল ছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিক প্রতিবাদে সক্রিয়। এই সময় ১৪২ জন শহীদ হয়েছেন, প্রায় ১৭ হাজার নেতাকর্মী নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। তবুও সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদলকে এগিয়ে যেতে হবে। আধুনিক যুগে শিক্ষার্থীরা যে তথ্য জানতে চায়, সেটি দ্রুত পৌঁছে দেওয়া এখন কেন্দ্র থেকে ইউনিট পর্যায় পর্যন্ত সবার নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং কলেজ ছাত্রদলের সদস্য সচিব আজিম হোসাইন হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।