আন্তর্জাতিক ডেস্ক :
লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ জেলাে ইসরায়েলি ড্রোন হামলায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এই হামলা ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। স্থানীয় সময় শনিবার গভীর রাতে দোহা-কাফারমান সড়কে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহৃত একটি গাড়িতে ড্রোন আঘাত করলে গাড়ির মধ্যে থাকা চারজন মারা যান। পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেলেও ধাক্কা লাগার কারণে দুইজন আহত হন। হামলার কারণে আশেপাশের আবাসিক এলাকায় কয়েক ডজন বাড়ির জানালা ভেঙে গেছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সীমান্তে উত্তেজনা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৃদ্ধি পেয়েছে। যদিও ২০২৪ সালের নভেম্বর থেকে যুদ্ধবিরতি কার্যকর, তবুও ইসরায়েল দক্ষিণ লেবাননের শহরগুলোতে হামলা তীব্র করছে। লেবাননের সরকার আগস্টে সমস্ত অস্ত্রকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা অনুমোদন করলেও, হিজবুল্লাহ এটি প্রত্যাখ্যান করে বলেছে, সীমান্ত থেকে ইসরায়েলের আক্রমণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা অস্ত্র রাখবে। তুর্কিভিত্তিক আনাদোলু এজেন্সি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে লেবাননে ৪ হাজারেরও বেশি নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছে।
ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির আওতায় গত জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে আংশিক সরে গিয়েছিল, কিন্তু পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে।