রাজবাড়ী সংবাদদাতা:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২৬ কেজি ওজনের বিশাল এক পাঙাশ মাছ বিক্রি হয়েছে প্রায় ৬৭ হাজার টাকায়। মাছটি কিনেছেন অস্ট্রেলিয়া প্রবাসী এক বাংলাদেশি।
রোববার (২ নভেম্বর) সকালে অনলাইনে বিজ্ঞাপন দেখে মাছটি ক্রয় করেন প্রবাসী কবির নামের এক ক্রেতা। তিনি পরিবারের জন্য মাছটি কিনেছেন বলে জানা গেছে।
এর আগে ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের কাছে বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার কলাবাগান এলাকায় স্থানীয় জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ বাজারে আনা হলে আড়ৎদার হালিম সরদারের আড়তে নিলামে তোলা হয়।
নিলামে অংশ নিয়ে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৬৭ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন। পরবর্তীতে তিনি মাছটির ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করলে অস্ট্রেলিয়া প্রবাসী কবির ২ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কেনেন। মাছটি পরে কুষ্টিয়ায় ডেলিভারি দেওয়া হয়।
ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি মাছটি কিনেছিলাম। পরে অনলাইনে পোস্ট করার পর প্রবাসী ভাই মাছটি কিনে নেন। পদ্মার এ রকম বড় মাছ খুবই বিরল।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, গোয়ালন্দের পদ্মা-যমুনা মোহনায় নিয়মিত বড় বড় মাছ ধরা পড়ে। পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় এর চাহিদা ও দাম দুটোই বেশি। পদ্মার এই বিশাল পাঙাশ বিক্রির খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাজারে উৎসুক জনতার ভিড় দেখা যায়।