অনলাইন ডেস্ক:
দীর্ঘ ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে গেলেন চিলমারী মডেল থানার কনস্টেবল মোঃ মোশারফ হোসেন। দেশ ও জনকল্যাণে দীর্ঘ সময় দায়িত্ব পালন শেষে সহকর্মীদের ভালোবাসা ও সম্মানে পেলেন রাজকীয় বিদায় সংবর্ধনা।
শনিবার বিকেলে চিলমারী মডেল থানা চত্বরে এই সংবর্ধনার আয়োজন করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় সংবর্ধনা আয়োজন করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুদ রানা, যিনি প্রধান অতিথি হিসেবে বিদায়ী সহকর্মীর প্রতি শুভেচ্ছা জানান। এ সময় বক্তৃতা করেন ওসি আশরাফুল ইসলাম, সেকেন্ড অফিসার ইয়াছিন আলী, এসআই আসাদুজ্জামান, এসআই আরিফ মাহমুদ আপেল, এএসআই রুস্তম আলী, এএসআই সবুজ মিয়া এবং কনস্টেবল মাসুদ।
চিলমারী মডেল থানার পক্ষ থেকে মোশারফ হোসেনকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ফুল ও ফেস্টুনে সাজানো একটি গাড়িতে করে সহকর্মীরা তাকে নিজ বাড়ি— কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নিজ গ্রামে পৌঁছে দেন।
বিদায়ের সময় সহকর্মীদের মধ্যে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। অনেকে বলেন, এমন সম্মানজনক বিদায় পুলিশ বাহিনীতে উদাহরণ হয়ে থাকবে।
নিজ অনুভূতি প্রকাশ করে কনস্টেবল মোশারফ হোসেন বলেন, এই আয়োজন আমার জীবনের এক অনন্য স্মৃতি হয়ে থাকবে। সহকর্মীদের ভালোবাসা ও সম্মান আমার ২৯ বছরের পরিশ্রমকে সার্থক করেছে।
চাকরি শেষে একজন সাধারণ কনস্টেবলকে এমন রাজকীয় বিদায় চিলমারীসহ পুরো জেলায় প্রশংসার জন্ম দিয়েছে।