আন্তর্জাতিক ডেস্ক :
ইতালীয় আল্পস পর্বতমালায় তুষারধসের ঘটনা ঘটেছে, যার ফলে পাঁচ জন জার্মান পর্বতারোহী নিহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সোলদা গ্রামের কাছে অবস্থিত অর্টলার পর্বতমালার সিমা ভার্টানা অংশে পর্বতারোহীরা আরোহণের চেষ্টা করছিলেন। চূড়ায় পৌঁছানোর সময় হঠাৎ তুষারধস ঘটে।
দড়ি ধরে পর্বত আরোহণকালে তুষার ও বরফের স্রোতে দুটি দল ছিটকে পড়ে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রথমে দুই পুরুষ ও একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। রোববার আরও দুই জনের দেহ পাওয়া যায়, যাদের মধ্যে একজন বাবা ও তার ১৭ বছর বয়সী মেয়ে ছিলেন। ভাগ্যক্রমে দুই জন পর্বতারোহী আহত অবস্থায় বেঁচে থাকেন।
সুইজারল্যান্ড সীমান্তের কাছে অবস্থিত অর্টলার ম্যাসিফ ইতালীয় আল্পসের একটি জনপ্রিয় পর্বতশৃঙ্গ, যা অভিজ্ঞ পর্বতারোহী ও পর্যটকদের জন্য বিখ্যাত।