January 12, 2026, 11:11 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

অর্ধকোটি টাকায় সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী

অর্ধকোটি টাকায় সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী

অনলাইন ডেস্ক:

কুড়িগ্রামের চিলমারীর উপজেলার রমনা মডেল ইউনিয়নের দক্ষিন খরখরিয়া সাব বাঁধ এলাকায় ১১মিটার সেতুর চিত্র এটি। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ শেষ না হওয়া সুফল থেকে বঞ্চিত হয়েছেন দেড় শতাধিকেও বেশি পরিবার। এতে ভোগান্তির স্বীকার হচ্ছেন ওই এলাকার নারী-বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ। সড়কের বেহাল দশা ও সংযোগ সড়ক না হওয়ায় ওই পথে ছোট ছোট যান চলাচলও বন্ধ। এতে জরুরি অবস্থায় বিপাকে পড়ছেন এলাকাবাসী। তবে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে প্রকল্প কর্মকর্তা।

জানা যায়, দুর্যোগ ও ত্রান দপ্তরের অধীনে ২০২৩-২৪ অর্থ বছরে ৪২ লাখ ৬৩ হাজার ৯০৭ টাকা ব্যয়ে ১১ মিটার সেতুর কাজটি পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান কুড়িগ্রাম কাঠালবাড়ি নুসরাত জাহান। চলতি বিল প্রদান করলেও চূড়ান্ত বিল দেয়া হয়নি এখনো।

স্থানীয় বাসিন্দা সকিনা, বিলকিস, আমজাদ হোসেন, ও নুরনবি জানান, বছরখানিক আগে সেতুর কাজ শেষ হলেও সামনে গর্ত করে রেখেছে মাটি ভরাটের জন্য। কিন্তু দীর্ঘ দিন ধরে এই অবস্থা। এখন সেতু দিয়ে যাতায়াত করা যায় না। সেতুর নিচ দিয়ে পারাপার হতে হয়। গাড়ি তো চলে না। কেউ অসুস্থ হলে বিপদ আরও বেশি হয়। এছাড়াও একটু বৃষ্টি হলে পানি জমে থাকে। তখন ছেলেমেয়েদের স্কুল যেতে বিড়ম্বনায় পড়তে হয়।

এদিকে এলাকাবাসীর অভিযোগ— প্রশাসনের তদারকি না থাকায় সরকারি অর্থে নির্মিত বহু প্রকল্পের সুফল তারা পাচ্ছেন না। এই সেতুটি তারই সর্বশেষ উদাহরণ।

চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সোহেল রহমান জানান, সেতুর কাজ শেষ হওয়ার পরপরই বর্ষা মৌসুম শুরু হওয়ায় সংযোগ সড়কের মাটি ভরাট করা সম্ভব হয়নি। দ্রুত পদক্ষেপ নিয়ে সংযোগ সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *