January 12, 2026, 2:43 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

সিলেটের রেলপথে আট দফা দাবিতে অবরোধ, ট্রেন যাত্রায় বিঘ্ন

সিলেটের রেলপথে আট দফা দাবিতে অবরোধ, ট্রেন যাত্রায় বিঘ্ন

জেডটিভি বাংলা ডেস্ক:

সিলেটের রেলপথ সংস্কার ও উন্নয়নসহ আট দফা দাবিতে আজ শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে সিলেট বিভাগের সব রেলপথে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন রেলস্টেশনে অবরোধকারীরা অবস্থান নেওয়ায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে মৌলভীবাজার জেলার কুলাউড়া রেলস্টেশনে রেললাইনে অবস্থান নেয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে সিলেট রেলস্টেশনে প্রভাব তুলনামূলক কম। সকাল ৬টা ১৫ মিনিটে নির্ধারিত সময়েই কালনী এক্সপ্রেস ছেড়ে গেলেও চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেন দেড় ঘণ্টা দেরিতে ছাড়ে।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের রেলসেবা অবহেলিত। রেললাইন জরাজীর্ণ, ট্রেনের শিডিউল বিপর্যয় নিত্যদিনের ঘটনা। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে—১️. সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু, ২️. আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন নির্মাণ, ৩️. আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন ও সব বন্ধ স্টেশন চালু, ৪️. কুলাউড়া জংশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি, ৫️. কালনী ও পারাবত ট্রেনের যাত্রাবিরতি প্রত্যাহার, ৬️. শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার, ৭️. যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি সংযোজন, ৮️. রেলসেবার সার্বিক মানোন্নয়ন।

ঢাকাগামী যাত্রী মোহাম্মদ রাসেল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার দুপুর ১২টার ট্রেনে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে সব ট্রেন বন্ধ। কেউ বলতে পারছে না কখন ছাড়বে। জরুরি কাজে যেতে না পেরে বিপাকে পড়েছি।

আরেক যাত্রী সুলতানা পারভীন বলেন, প্রতিবারই দেখি এই রেলপথের সমস্যা—কখনো লাইন খারাপ, কখনো ট্রেন দেরি। এখন আবার অবরোধ। সাধারণ যাত্রীদের দুর্ভোগের শেষ নেই।

অবরোধকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম জানান, অবরোধের প্রভাব সিলেট স্টেশনে তেমন পড়েনি। কালনী যথাসময়ে ছেড়েছে, পাহাড়িকা ট্রেন দেড় ঘণ্টা দেরিতে গেছে। জয়ন্তিকা ট্রেনও কিছুটা বিলম্বে ছাড়বে। তবে অন্য স্টেশনে ট্রেন আটকা পড়লে সামগ্রিক শিডিউলে বিপর্যয় ঘটতে পারে।”

সিলেট বিভাগের রেলপথ সংস্কার ও সেবার উন্নয়ন দাবিতে শুরু হওয়া অবরোধে ট্রেন চলাচল ব্যাহত, যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। দাবিগুলোর বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *