জেডটিভি বাংলা ডেস্ক:
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস রেডক্রসের মাধ্যমে গাজা থেকে ইসরায়েলের কাছে তিনটি মরদেহ হস্তান্তর করেছিল, যা দাবি করা হয়েছিল তিনজন ইসরায়েলি জিম্মির দেহ। তবে শনিবার (১ নভেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, ফেরত আসা মরদেহগুলোর কোনোটি জিম্মিদের সঙ্গে মেলেনি।
বার্তাসংস্থা এএফপিকে সেনাবাহিনীর একটি সূত্র জানায়, গাজায় এখনও ১১ জন জিম্মির মরদেহ রয়েছে। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, ফেরত পাঠানো তিনটি দেহের সঙ্গে ওই ১১ জনের কোনো মিল পাওয়া যায়নি।
এর আগে ১৩ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এই সময় হামাস ১৭টি মরদেহ ফেরত দেয়—যার মধ্যে ১৫ জন ইসরায়েলি, একজন নেপালি এবং একজন থাই নাগরিক ছিলেন। এছাড়াও হামাস ২০ জন জীবিত জিম্মিকেও মুক্তি দেয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালানোর পর ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা চালায়। দুই বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় ২ লাখ মানুষ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১৩ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল অন্তত দুইবার তা ভঙ্গ করেছে। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের নতুন হামলায় আরও ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: এএফপি