জেডটিভি বাংলা ডেস্ক:
ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গা এলাকায় একাদশী পালনের সময় ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত ১১ জন ভক্ত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহুজন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কাসিবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
কাসিবুগ্গা উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা (ডিএসপি) লক্ষ্মণ রাও জানান, পবিত্র একাদশী উপলক্ষে হাজারো ভক্ত মন্দিরে সমবেত হয়েছিলেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে এবং নিয়ন্ত্রণ হারালে পদদলনের ঘটনা ঘটে। তিনি বলেন, “হঠাৎ সামনের দিকে ধেয়ে পড়া ভক্তদের চাপে কয়েকজন পড়ে যায় এবং শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ঘটনাস্থল থেকে কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এক্সে (পূর্বে টুইটার) শোক জানিয়ে বলেন, ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি।
অন্ধ্রপ্রদেশের কৃষিমন্ত্রী কে. আচান্নাইডু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনুমোদনহীন অনুষ্ঠানেই প্রাণহানি
স্থানীয় প্রশাসনের তথ্যমতে, দুর্ঘটনাস্থল ভেঙ্কটেশ্বর মন্দিরটি ব্যক্তিমালিকানাধীন এবং রাজ্য এনডাওমেন্টস বিভাগে নিবন্ধিত নয়। একাদশী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সরকারি অনুমোদন ছাড়াই আয়োজন করা হয়। নির্মাণাধীন মন্দির এলাকায় একই প্রবেশ ও প্রস্থান পথ ব্যবহারের কারণে বিশৃঙ্খলা আরও বেড়ে যায় বলে জানা গেছে।
শোক ও ক্ষতিপূরণ ঘোষণা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানান। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে অনুদানের ঘোষণা দিয়েছেন।
বারবার একই ট্র্যাজেডি
অন্ধ্রপ্রদেশে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। এর আগে জানুয়ারিতে তিরুপতিতে বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে পদদলনের ঘটনায় ৬ জন ভক্ত নিহত হয়েছিলেন। সেই ঘটনার মতোই এবারও পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবকেই মূল কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা।
অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ওয়াই.এস. জগন মোহন রেড্ডি এ ঘটনাকে “প্রশাসনিক ব্যর্থতার প্রতিচ্ছবি” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, নিরপরাধ মানুষের মৃত্যু সরকারের অবহেলার ফল। বারবার এমন দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।