নিজস্ব প্রতিবেদক :
‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব’ শিরোনামে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ভলিবল প্রতিযোগিতা শেষ হয়েছে শনিবার। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহাবুব-উল-আলম।
ঢাকা জেলার ৫টি উপজেলা ও মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ক্যান্টনমেন্ট শিক্ষা থানা ভলিবল দল। ফাইনাল ম্যাচে বালিকা বিভাগে ক্যান্টনমেন্ট শিক্ষা থানা বালিকা দল রমনা শিক্ষা থানা বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালক বিভাগে ক্যান্টনমেন্ট শিক্ষা থানা বালক দল ২-১ সেটে নবাবগঞ্জ উপজেলা বালক দলকে হারিয়ে শিরোপা জিতেছে। টুর্নামেন্টের অন্যতম সেরা দল হিসেবে বালক দলকে ঘোষণা করা হয়।
চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার্স-আপ দলকে ২০ হাজার টাকা করে নগদ পুরস্কার দেওয়া হয়। জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। প্রধান অতিথি যুব ও ক্রীড়া সচিব মো. মাহাবুব-উল-আলম বলেন, “তারুণ্যের সঠিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নতুন বাংলাদেশ গড়তে আমাদের যুব সমাজকে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রেও এগিয়ে যেতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনের এই আয়োজন তরুণদের দেশপ্রেম ও স্বাস্থ্যকর প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে।
ফারুক হাসান বলেন, স্কুল পর্যায়ের এই ধরনের টুর্নামেন্ট তৃণমূল থেকে প্রতিভা শনাক্ত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসক তানভীর আহমেদ সব শিক্ষার্থীকে ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন, “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানের মাধ্যমে তারুণ্য আরও এগিয়ে যাবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা। আয়োজনের সহযোগিতা করেছে ঢাকা জেলা ক্রীড়া অফিস।