আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়া বুধবার (২৯ অক্টোবর) ঘোষণা করেছে, তারা পারমাণবিক শক্তি চালিত স্বয়ংক্রিয় সুপার টর্পেডো ‘পোসেইডন’–এর একটি সফল পরীক্ষা সম্পন্ন করেছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অস্ত্রটিকে “দুর্দান্ত সাফল্য” হিসেবে অভিহিত করেছেন।
পুতিন জানান, টর্পেডোটি প্রথমবারের মতো সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছে এবং এর পারমাণবিক ইউনিটও কার্যকর ছিল। তিনি আরও বলেন, “পৃথিবীতে আমাদের এই ধরনের অস্ত্রের মতো আর কোনো অস্ত্র নেই। পোসেইডনের শক্তি অনেক ক্ষেত্রে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি।”
সামরিক বিশ্লেষকরা জানান, এই শক্তিশালী টর্পেডো ব্যবহার করলে তেজস্ক্রিয় সামুদ্রিক জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে, যা উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষতি ডেকে আনতে পারে।
এটি পশ্চিমের বিশেষত মার্কিন অবস্থানের জবাবে রাশিয়ার পারমাণবিক সক্ষমতার প্রদর্শন বলেও মনে করা হচ্ছে। এর আগে অক্টোবরের ২১ ও ২২ তারিখে রাশিয়া ‘বুরেভেস্টনিক’ ক্রুজ মিসাইল উন্মোচন এবং কৌশলগত পারমাণবিক মহড়া আয়োজন করেছিল। পুতিন জানিয়েছেন, দেশটি এখন এসব অস্ত্র মোতায়েনের দিকে অগ্রসর হবে।
সূত্র: রয়টার্স