জেডটিভি বাংলা ডেস্ক:
খুলনার রূপসা উপজেলার ৪নং টিএসবি ইউনিয়নের কাজদিয়া বাজারে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আজিজুল বারী হেলাল ও পারভেজ মল্লিকের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে আজ দুপুরে কাজদিয়া বাজারে সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় পারভেজ মল্লিককে সেখানে অবরুদ্ধ করে রাখা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রূপসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।