আন্তর্জাতিক ডেস্ক :
ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী কিথ রাউলিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভেনেজুয়েলা সরকার। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে এ সিদ্ধান্ত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাউলি সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে “অগ্রহণযোগ্য মন্তব্য” করেছেন, যা দেশটির সার্বভৌমত্বের প্রতি অসম্মানজনক।
বিবৃতিতে আরও বলা হয়, “ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রীর এমন বক্তব্য দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী।” একইসঙ্গে ভেনেজুয়েলা জানায়, রাউলির ভেনেজুয়েলা সফর বা দেশটির প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠক “এখন থেকে অনুমোদিত নয়।”
অন্যদিকে, পোর্ট অব স্পেনে এক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানিয়ে রাউলি বলেছেন, “আমি কেবল মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলেছি। সেটি যদি কোনো দেশের জন্য অস্বস্তিকর হয়, তা তাদের ব্যাপার, আমার নয়।”
উল্লেখ্য, সম্প্রতি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ভেনেজুয়েলার শরণার্থী ইস্যু ও নির্বাচনী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সেই মন্তব্যকেই কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন এই কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।