আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফর শুরুর আগমুহূর্তেই নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং জানিয়েছে, তারা আকাশে নিক্ষেপযোগ্য একটি কৌশলগত ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে।দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো ইয়েলো সাগর অভিমুখে উল্লম্বভাবে নিক্ষেপ করা হয়, যা প্রায় ৭,৮০০ সেকেন্ড (প্রায় দুই ঘণ্টা দশ মিনিট) আকাশে উড়ে নির্ধারিত লক্ষ্যভেদ করে। কেসিএনএ জানিয়েছে, এই পরীক্ষা উত্তর কোরিয়ার আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতার উন্নয়ন পরিকল্পনার অংশ। এর আগে, চলতি মাসের ২২ তারিখে দেশটি দুটি হাইপারসনিক প্রজেকটাইল নিক্ষেপ করেছিল বলেও জানায় সংস্থাটি।
উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর এমন সময় এলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের চতুর্থ দিনে দক্ষিণ কোরিয়ায় পৌঁছান। বুধবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে তিনি রাজধানী সিউলে অবতরণ করেন। দক্ষিণ কোরিয়ায় পৌঁছে ট্রাম্প আজই দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসার কথা রয়েছে তার।