January 12, 2026, 12:17 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

১,৬৩৮টি ক্রেডিট কার্ডের মালিক হয়ে গিনেস রেকর্ড করেছেন হায়দ্রাবাদের মনীশ ধামেজা

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের হায়দ্রাবাদের মনীশ ধামেজা বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন ১,৬৩৮টি বৈধ ক্রেডিট কার্ডের মালিক হয়ে। ২০২১ সালের ৩০ এপ্রিল এই কৃতিত্বের জন্য তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব পান।

মনীশ শুধু কার্ডগুলো সংগ্রহ করেননি, বরং সেগুলোর মাধ্যমে দক্ষতার সঙ্গে বিভিন্ন সুবিধা ও পুরষ্কার উপভোগ করছেন। তিনি বলেন, “ক্রেডিট কার্ড ব্যবহার করে আমি ভ্রমণ, রেল ও বিমান লাউঞ্জ, হোটেল, খাবার, স্পা, শপিং, সিনেমা সহ নানা সুযোগ পেয়েছি, সবই শূন্য বকেয়া ব্যালেন্স বজায় রেখে।”

তার সাফল্যের মূল রহস্য হলো দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনা। প্রতিটি কার্ডের বিল সময়মতো পরিশোধ করার মাধ্যমে তিনি সুদ এড়িয়ে শত শত পুরষ্কার ও সুবিধা পেয়েছেন।

মজার বিষয়, ২০১৬ সালের নোটবন্দির সময়ও মনীশের জন্য নগদহীন পরিস্থিতি কোনো সমস্যা ছিল না। যখন সারা দেশ ব্যাংকের বাইরে লাইনে দাঁড়িয়েছিল, তার ক্রেডিট কার্ডগুলো তাকে স্বাভাবিকভাবে চলার পথ দেখিয়েছিল।

মনীশের শিক্ষাগত পটভূমিও চমকপ্রদ। পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিতে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সমাজকর্মে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। তার গল্প প্রমাণ করে, ডিজিটাল পেমেন্ট ও আর্থিক সচেতনতার মাধ্যমে একজন সাধারণ ব্যক্তি কীভাবে নিজের মানিব্যাগকে ‘সুপারপাওয়ার’ হিসেবে রূপান্তরিত করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *