নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদ মাদরাসায় শিক্ষককে ঘিরে ওঠা অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) থেকে মাদরাসায় ছুটি ঘোষণা করলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করেছেন। সকাল থেকেই তাদের মাদরাসায় অবস্থান করতে এবং পাঠ কার্যক্রমে অংশ নিতে দেখা যায়।
সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের শিক্ষক আজিজুল হকের বিরুদ্ধে চারিত্রিক ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে ২০২৪ সালের ২৭ অক্টোবর। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের উদ্যোগে তদন্তও হয়। এরপর থেকে মাদরাসাটিতে দুটি পক্ষের মধ্যে বিভাজন তৈরি হয়, যা ধীরে ধীরে তীব্র উত্তেজনায় রূপ নেয়।
গতকাল সোমবার রাতে (২৭ অক্টোবর) প্রশাসনের সঙ্গে উভয় পক্ষের বৈঠক শেষে এশার নামাজের পর মাদরাসা চত্বরে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়, যাতে একজন আহত হন। আজ দুপুরে মাদরাসা পরিদর্শনে গেলে দেখা যায়, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে শিক্ষার্থীদের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে।
দুপুরে এক পক্ষের শিক্ষার্থীরা সমাবেশ করে জেলা প্রশাসকের পদত্যাগ দাবি করেন। কিতাব বিভাগের শিক্ষার্থী আজিজুল হক বলেন, জেলা প্রশাসক শিক্ষার্থীদের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছেন। দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।
ঘটনা নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও জেলা প্রশাসক মুফিদুল আলম ফোন ধরেননি। তবে জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়— উভয় পক্ষের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে ঘটনাটির শান্তিপূর্ণ সমাধান হলেও পরবর্তীতে মারামারির ঘটনা অত্যন্ত দুঃখজনক।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাদরাসা এলাকায় পুলিশ টহল অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।