আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আক্রমণ মোকাবিলায় ইউক্রেনকে আরও দুই থেকে তিন বছর ইউরোপীয় মিত্রদের আর্থিক সহায়তা প্রয়োজন। মঙ্গলবার (২৮ অক্টোবর) কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
জেলেনস্কি বলেন, “আমি আবারও ইউরোপীয় নেতাদের প্রতি জোর দিয়ে বলছি, আমরা কয়েক দশক ধরে লড়াই চালাবো না। তবে আপনাদের প্রমাণ করতে হবে, কিছু সময়ের জন্য ইউক্রেনকে অর্থায়ন দেওয়া হবে।”
তিনি আরও জানান, ইউরোপীয় নেতারা দুই থেকে তিন বছরের পরিকল্পনার কথা ভাবছেন এবং জব্দকৃত রুশ সম্পদ থেকে ইউক্রেনকে অর্থায়নের প্রস্তাব বিবেচনা করছেন ইউরোপীয় কমিশন।